ওষুধ প্রশাসন অনুমতি দিলে ১৫ দিনে পাঁচ হাজার কিট উৎপাদন করবে গণস্বাস্থ্য

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৮:১৯
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কভিড-১৯ শনাক্তকরণ র্যাপিড অ্যান্ডিবডি কিট সম্পর্কে তথ্য-উপাত্ত জানতে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাদের ডেকেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রোববার তারা অধিদপ্তরে যাবেন।
শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে দেখা করে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
এ সময় তিনি আরও বলেন, ওষুধ প্রশাসনের অনুমতি পেলে গণস্বাস্থ্য কেন্দ্র ১৫ দিনের মধ্যে পাঁচ হাজার অ্যান্টিবডি তৈরি করবে। এখন প্রত্যাশা একটাই ওষুধ প্রশাসন অধিদপ্তর গণস্বাস্থ্যের কিটে পুরোপরি সন্তুষ্ট হবে এবং রোববারই অনুমতি দেবে।
জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী কভিড-১৯ মুক্ত হলেও বর্তমানে নানা শারীরিক অসুস্থতা নিয়ে ধানমন্ডির গনস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি আছেন। সর্বশেষ তার সেকেন্ডারি নিউমোনিয়া কমতে থাকায় শারীরিক অবস্থা আগের চেয়ে আরও ভালো।