‘অনলাইন জুয়া’ বন্ধে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ২২:৫৫
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অনলাইন জুয়া’ ও বিভিন্ন তারকার মাধ্যমে এর প্রচার-প্রচারণা বন্ধে সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণসহ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডাক, টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানকে নিয়ে এই কমিটি গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি এই কমিটিকে আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়ে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার রুল জারিসহ এই আদেশ দেন। রুলে অনলাইন জুয়া/বেটিং গেমের বিস্তার রোধে পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। আদেশের পর তিনি বলেন, রিটে যে সাতজনকে বিবাদী করা হয়েছিল, তাদের প্রত্যেকের দপ্তরের একজন করে মোট সাতজন প্রতিনিধির সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি গঠনের পর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ৯০ দিনের মধ্যে এ কমিটিকে আদালতে প্রতিবেদন দিতে হবে।
১৬ এপ্রিল মূলধারার কিছু গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকার দ্বারা অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম রাফিদ। রিটে আবেদনে অনলাইন জুয়া, বেটিং সাইট ও অ্যাপ্লিকেশনগুলোর বিজ্ঞাপন ও প্রচার বন্ধে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
- বিষয় :
- হাইকোর্ট
- অনলাইন প্রতারণা