ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জেইউবিওএফের সভাপতি মামুনুল আলম, সম্পাদক রায়হান উদ্দিন

জেইউবিওএফের সভাপতি মামুনুল আলম, সম্পাদক রায়হান উদ্দিন

জবি বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি সৈয়দ মামুনুল আলম ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ১৯:২১

বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের’ (জেইউবিওএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলমকে সভাপতি ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (সিআইডি) রায়হান উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

২০১৯ সালে জাবির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত আছেন তাদের নিয়ে জাবি বিসিএস অফিসার্স ফোরাম গঠন করা হয়। ওই সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ সভাপতি ও পুলিশ সুপার আবদুল আহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টির উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে ফোরামের পক্ষ থেকে জানান হয়।


 

আরও পড়ুন

×