ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মারা গেছেন প্রবীণ আইনজীবী এম আই ফারুকী

মারা গেছেন প্রবীণ আইনজীবী এম আই ফারুকী

ম আই ফারুকী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ০১:৩১ | আপডেট: ০৪ মে ২০২৫ | ০২:২৩

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী আর নেই। শনিবার রাত ১০টার দিকে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এম আই ফারুকী ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ববার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা হবে।

আইন বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন এম আই ফারুকী। সেগুলো হলো– ল’ অব এবানডোন্ড প্রোপার্টি, সিটিজেনশিপ অ্যান্ড ন্যাশনালিটিস ইন বাংলাদেশ এবং ইন্টারপ্রিটিং ভেস্টেড প্রোপার্টি ল’ ইন বাংলাদেশ– অ্যা কমপ্রেহেনসিভ রিভিউ।

এ দিকে এম আই ফারুকীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আরও পড়ুন

×