ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুদক চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার আহ্বান

দুদক চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার আহ্বান

দুদক চেয়ারম্যানের নামে খোলা ভুয়া ফেইসবুক আইডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫ | ২২:১৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে মঙ্গলবার একটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে। প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি চক্র ওই আইডি খুলেছে। দুদক সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে কমিশন থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, দুদক চেয়ারম্যানের নামে কোনো ফেসবুক আইডি নেই।

দুদক ওই আইডি পরীক্ষা করে দেখেছে, প্রচ্ছদে লেখা রয়েছে– ‘আসসালামু আলাইকুম, এই ফেসবুক অ্যাকাউন্টের বাইরে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সবাই ফেক অ্যাকাউন্টগুলো বর্জন করুন।’ কমিশনের পক্ষ থেকে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×