ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে সেমিনার

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে সেমিনার

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫ | ২১:৪১

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসসে বাংলাদেশ প্লাজায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।  

সেমিনারের সভাপতিত্ব করেন এইচআরপিবির নিউইয়র্ক শাখার সভাপতি ম. জাকির মিয়া। সভা পরিচালনা করেন সেক্রেটারি সাইয়েদ মইন উদ্দিন ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ বাংলাদেশি প্রবাসী হিসেবে বসবাস করেন। দেশে তাদের সম্পত্তি ব্যবসা ও বিভিন্ন ক্ষেত্রে নানা রকম হয়রানির শিকার হলেও তা প্রতিকারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে না। এমনকি প্রবাসীরা দেশে ভ্রমণকালে তাদের বিভিন্ন মৌলিক অধিকার লঙ্ঘন হলেও কোনো প্রতিকার পায় না। এর মূল কারণ হলো আইনের দীর্ঘসূত্রতা।

তিনি আরও বলেন, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি প্রতিকূলতা দূর করা একান্ত জরুরি এবং এ কারণে স্বল্প সময়ে প্রবাসীদের সমস্যা সমাধানে একমাত্র প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে প্রতিকার সম্ভব।

সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রবাসী অ্যাডভোকেট মো. আলী বাবুল, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাংবাদিক আকিকুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট এম. এ. রশিদ প্রমুখ।

সেমিনার শেষে ২০২৫-২০২৭ সালের জন্য এইচআরপিবির নিউইয়র্ক শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হন অ্যাডভোকেট ম. জাকির মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাঈদ মইন উদ্দিন জুনেল এবং অন্যান্য পদে আরও অনেকে দায়িত্ব পান। 
 

আরও পড়ুন

×