গ্রামীণফোনের ফোর-জি সেবা বিঘ্ন ৪৫ মিনিট

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ১৯:১১ | আপডেট: ১৪ মে ২০২৫ | ১৯:৩৫
দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের ফোর-জি সেবায় ৪৫ মিনিট বিঘ্ন ঘটেছে।
বুধবার বিকেল সাড়ে চারটার পর থেকে গ্রামীণফোন ব্যবহারকারী গ্রাহকেরা অনেকেই নিজেদের ফোনে ফোর-জি নেটওয়ার্ক পাচ্ছিলেন না। পরে সোয়া পাঁচটার দিকে ফোর-জি নেটওয়ার্ক পাওয়া যায়।
এ বিষয়ে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, ‘কিছু কারিগরি সমস্যার কারণে আমাদের গ্রাহকরা কিছু সময়ের জন্য নেটওয়ার্ক সেবা পেতে দুর্ভোগে পড়েন। আমাদের কারিগরি দল ইতোমধ্যে দ্রুততার সঙ্গে সমস্যাটির সমাধান করেছে। সাময়িক এই বিঘ্নের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
- বিষয় :
- মোবাইল অপারেটর