‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচিতে ৫১ সংগঠনের সংহতি

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন কথা বলেন আয়োজকরা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫ | ১৩:৪৫
আগামীকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠেয় ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছে ৫১টি প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সাংস্কৃতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠন।
কর্মসূচির আয়োজকরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই সমাবেশ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং নারীর অধিকার রক্ষার আন্দোলনে একটি মাইলফলক হয়ে থাকবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক নেতা মোশরেফা মিশু, জলি তালুকদার প্রমুখ।
বিস্তারিত আসছে...