আমাকে অবাঞ্ছিত করা সমীচীন নয়: উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫ | ০৫:১৫
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইশরাকের মেয়র হওয়া-না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আইনি জটিলতা থাকায় এ ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ নেই, কোনো যৌক্তিকতাও নেই। তাই আমাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘উদ্যোক্তা উন্নয়নে তারুণ্য ও আগামীর সম্ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ইশরাকের মেয়র হওয়া-না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না। এখানে সরকার কাজ করছে। আর সরকার যখন কাজ করে, তখন ব্যক্তি হিসেবে করে না। বিষয়টি নিয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি, সেটা পেলে সিদ্ধান্ত নেব। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন যেন জনজীবনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানানো হয়েছে।
পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, এই নিষেধাজ্ঞার ফলে আমাদের থেকে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি। এখন আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। বিকল্প ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত ব্যবসায়ীদের সাময়িক কিছু সমস্যা হবে। তবে আমরা মনে করি, এতে দীর্ঘমেয়াদি আমাদের আত্মনির্ভরশীল হওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
সমাবেশে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বশিরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলমসহ যুব ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীসহ যুব সমাবেশে আসা প্রায় ৭০০ তরুণ-তরুণী ও উদ্যোক্তা।
- বিষয় :
- উপদেষ্টা আসিফ