ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ধর্মান্তরিত হলেন জবি শিক্ষার্থী

ধর্মান্তরিত হলেন জবি শিক্ষার্থী

জবি শিক্ষার্থী এ আর ধ্রুব

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫ | ০৫:৩৯ | আপডেট: ২৪ মে ২০২৫ | ১২:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই শিক্ষার্থীর নাম এ আর ধ্রুব। তিনি রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ধর্মান্তরিত হওয়ার পর এখন তার নাম আব্দুর রহমান ধ্রুব। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিষয়টি জানান।

আব্দুর রহমান ধ্রুব বলেন, ‘আমি একজন প্রাপ্ত বয়স্ক। আমি আমার বর্তমান ও ভবিষ্যত জীবনের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম ও ক্ষমতাবান।’ 

তিনি জানান, তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দিতে। ঢাকা দায়রা জজ আদালত থেকে হলফনামার মাধ্যমে নাম পরিবর্তন করেছেন। এ আদালত থেকে ২৩ ফেব্রুয়ারি ধর্মান্তরিত হওয়ার বিষয়ে তিনি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। 

 

 

আরও পড়ুন

×