ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন আবারও স্থগিত

সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন আবারও স্থগিত

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫ | ১৯:১০ | আপডেট: ২৫ মে ২০২৫ | ১৭:৫৭

বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলন শনিবার কয়েক দফা পেছানোর পর তা স্থগিত করা হয়েছে। সাংবাদিকদের উপস্থিতি ‘আশানুরূপ না হওয়ায়’ সেটি স্থগিত করা হয় বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে বক্তব্য প্রদান করবেন।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে শনিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পাঁচজন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষমেষ আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিত করা হয়।

পরে নতুন তারিখ ঠিক হলে, তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। পরে সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের কথা বলা হয়। এদিকে শনিবারও কয়েক দফা সংবাদ সম্মেলনটি পেছানোর পর তা আবার স্থগিত করা হয়। 

শনিবার অনুষ্ঠান শুরুর সময় হলে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলা একাডেমি সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মিনিট পর পর এসে সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতি দেখে তথ্য দেন উপদেষ্টার দপ্তরে। দুপুর আড়াইটায় বাংলা একাডেমির মহাপরিচালক জনাপাঁচেক সাংবাদিকের উদ্দেশে বলেন, সংবাদ সম্মেলন শুরু হবে দুপুর ৩টায়।

পরে ৩টায়ও সাংবাদিকের উপস্থিতি না বাড়ায় আধা ঘণ্টা পর এসে সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেন সেসময় উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব খালিদ হোসেন জানান, সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে সাংবাদিকদের উপস্থিতি কম থাকা এবং যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ থাকার বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে। 

এদিকে সংস্কৃতি বিটের সাংবাদিকরা জানিয়েছেন, সংবাদ সম্মেলনের বিষয়ে বেশিরভাগ সাংবাদিক জানতেন না। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাই তারা সেখানে উপস্থিত হননি।

আরও পড়ুন

×