ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নির্দোষ প্রমাণিত হওয়ায় জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস পেয়েছেন: আসিফ নজরুল

নির্দোষ প্রমাণিত হওয়ায় জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস পেয়েছেন: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫ | ১৭:৩৮

নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।  

মঙ্গলবার দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। এর আগে একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে আজহারুলকে আজ সকালে খালাস দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ।

এ রায় নিয়ে আসিফ নজরুল দেওয়া ফেসবুকে পোস্টটি হুবহু তুলে ধরা হলো- নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে।

এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ–আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের।

এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।

আরও পড়ুন

×