ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সহজ ডট কমে দুদকের অভিযান

সহজ ডট কমে দুদকের অভিযান

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ২৩:০৫ | আপডেট: ২৮ মে ২০২৫ | ২৩:১৪

অনলাইনে টিকেট বিক্রির বেসরকারি প্রতিষ্ঠান সহজ ডট কমের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। অভিযানে সহজ ডট কমের টিকেট বিক্রির প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের তথ্য পেয়েছে সংস্থাটি। 

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট জানায়, সহজ ডট কমে অভিযান চালিয়ে দুপুর ২টায় ঢাকা-সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ৬ জুনের টিকিট অনলাইনে বিক্রি সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সহজ ডট কমের রেল সংশ্লিষ্ট অ্যাডমিন সার্ভার পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ভিআইপি কোটার জন্য নির্দিষ্ট সংখ্যক সিট সিস্টেমে ইমার্জেন্সি কোটা করে ব্লক করে রাখা হয়। এই প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের তথ্য রয়েছে। 

রেলওয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডট কমসহ একাধিক প্রতিষ্ঠান টিকিট বিক্রি করছে। এবারের ঈদযাত্রা সামনে রেখে দুদক সহজ ডট কমের কার্যালয়ে অভিযান পরিচালনারে তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আকতারুল ইসলাম। 

এদিকে আসন্ন ঈদে ট্রেনযাত্রায় টিকিট বিক্রিতে কালোবাজারি ও হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়সহ অন্যান্য সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম একযোগে দেশের আটটি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে। অভিযানে অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে সংস্থাটি। টিকিট বিক্রির প্রক্রিয়াগত কাজে নানা গলদ পাওয়া গেছে। বুধবার কমিশনের এনফোর্স ইউনিটের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালনা করা হয়।  

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীসেবা প্রদানে হয়রানি এবং ট্রেনের টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষিতে বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। স্টেশনে অবস্থানরত যাত্রী ও অন্যান্যদের জন্য প্রয়োজনীয় বিশ্রামাগারের অপ্রতুলতা, অপরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। স্টেশনে অবস্থানরত ও যাত্রীদের জন্য খাবার পানি সরবরাহের কলগুলো বন্ধ পাওয়া যায়। ঢাকা রেলওয়ে স্টেশনে ইজারা পদ্ধতিতে পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে যেখানে অতিরিক্ত মূল্য প্রদান করতে হয় বলে যাত্রীরা অভিযোগ করেন। বনলতা এক্সপ্রেসের যাত্রীসেবা ও অন্যান্য সুবিধা পর্যবেক্ষণে দেখা যায় যে, ট্রেনে প্রয়োজনীয় সংখ্যক অ্যাটেনন্ডেটের অনুপস্থিতি রয়েছে এবং বরাদ্দ করা টয়লেট টিস্যু ও সাবান দেওয়া হয়নি। রেলওয়ে ডিজেল ওয়ার্কশপে বাজারমূল্যের থেকে অতিরিক্ত মূল্যে বিভিন্ন যন্ত্রাংশ কেনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। 
 

আরও পড়ুন

×