বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ২৩:০০
স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ ও গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে আইনজীবীদের প্রতিনিধি হিসেবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলে রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ সাঈদ খান জনস্বার্থে এ রিটটি দায়ের করেন। রিটে আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী এম এ সাঈদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ সংবিধানের ২৭, ৩১, ৪৪, ৯৫ ও ১১০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তাই পুরো অধ্যাদেশ চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের বিষয়ে জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতাও স্থগিত চাওয়া হয়েছে।
এর আগে গত বুধবার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে আগামী ২২ জুনের মধ্যে দরখাস্ত জমা দিতে বলা হয়েছে।