ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অবস্থান কর্মসূচির নবম দিন

বৃষ্টির মধ্যেই শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

বৃষ্টির মধ্যেই শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

ছবি: ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ২৩:০৬

সাত দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই নবম দিনের মতো ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পলিথিন ও ত্রিপল দিয়ে তাঁবু বানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান তারা। আন্দোলনকারী বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এতে গ্রাহকসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 

গ্রামাঞ্চলসহ দেশের বেশির ভাগ অঞ্চলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। দেশের ৪ কোটি ৮২ লাখ গ্রাহকের মধ্যে আরইবির গ্রাহক  ৩ কোটি ৬৮ লাখ। দেশজুড়ে সমিতির কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৪৫ হাজার। আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণসহ সাত দাবিতে গত বছরের জানুয়ারি থেকে নানা সময়ে আন্দোলন কর্মসূচি পালন করেছেন সমিতির কর্মীরা। সেই সাত দাবিতে এক সপ্তাহ ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের এই আন্দোলনে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও  সংগঠন সংহতি জানিয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, ন্যায্য দাবির কথা বলতে গিয়ে এখন পর্যন্ত ২৯ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ৪০ জন সাময়িক বরখাস্ত হয়েছেন। ৬ হাজারের বেশি কর্মীকে নিজ এলাকা থেকে দূরে বদলি করেছে আরইবি। এ ছাড়া সমিতির অন্তত ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 

এসব মামলায় ১৭ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার হয়েছেন। বেশ কয়েক মাস পর তারা জামিন পেয়েছেন। মামলা-হয়রানির ভয়ে সমিতির অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। তারা বলছেন, হয়রানি আর আতঙ্ক নিয়ে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় কর্মীদের প্রাণহানি বা অন্য কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। 

আরও পড়ুন

×