ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘শাপলা’ প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠক নাগরিক ঐক্যের

‘শাপলা’ প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠক নাগরিক ঐক্যের

সিইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করেছেন নাগরিক ঐক্যের প্রতিনিধি দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ২৩:১০ | আপডেট: ০২ জুলাই ২০২৫ | ২৩:১২

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে নাগরিক ঐক্য। নিজেদের জন্য শাপলা প্রতীক সংরক্ষণের দাবি জানিয়েছে দলটি। নতুন প্রতীক তালিকাভুক্ত হলে আগে আবেদনের কারণে তারাই এ প্রতীক পাবে বলেও দাবি তাদের।

আজ বুধবার নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে আরও ছিলেন নারী ও শিশুবিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তার এবং দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ।

বৈঠক শেষে সাকিব আনোয়ার সাংবাদিকদের বলেন, দলের প্রতীক পরিবর্তনের জন্য আবেদনের বিষয়ে বৈঠকে কথা বলেছেন তারা। গত ১৭ জুন নাগরিক ঐক্যের দলীয় প্রতীক ‘কেটলি’ পরিবর্তন করে পছন্দের ক্রমানুসারে শাপলা ও দোয়েল চাওয়া হয়েছিল।

তিনি বলেন, সিইসি ও সচিবকে আমরা জানিয়েছি, নতুন প্রতীক হিসেবে শাপলা গেজেটভুক্ত হলে কিংবা দোয়েল যুক্ত হলে, যেহেতু আমরা আগে আবেদন করেছি এবং পরবর্তী সময় একই প্রতীক নিয়ে আরেকটা আবেদন হলেও শাপলা নাগরিক ঐক্যেরই প্রাপ্য। সেটার যেন ব্যত্যয় না ঘটে। 

নাগরিক ঐক্যের এই নেতা আরও বলেন, এখনও নতুন দলের নিবন্ধন চূড়ান্ত হয়নি। সেই নতুন প্রতীক বিধিমালায় যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে ইসির পক্ষ থেকে নাগরিক ঐক্যের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের আগে নাগরিক ঐক্য নিবন্ধন আবেদন করেছিল। তখন নিবন্ধন না পাওয়ায় পছন্দের প্রতীকও পাওয়া যায়নি। বরং ওই সময় অন্য দলগুলো নিবন্ধন পেয়ে তাদের পছন্দের প্রতীক পেয়ে যায়। অভ্যুত্থান পরবর্তী সময়ে সেপ্টেম্বরে নিবন্ধন পায় নাগরিক ঐক্য।

সিইসির সঙ্গে বৈঠকে ভোটের প্রস্তুতির বিষয়েও আলোচনার কথা জানিয়ে সাকিব বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি। প্রতীক পরিবর্তনের বিষয়টি নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছি। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কমিশন ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটাকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা প্রত্যাশা করি, দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। 

বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হামিদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×