ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়

ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়

জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ১৫:০৫ | আপডেট: ৩০ মে ২০২৫ | ১৫:০৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে শুক্রবার এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।

ড. ইউনুস টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য দেন। অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টা চার দিনের সফর শেষে শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন। সিঙ্গাপুর হয়ে রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তিনি ২৭ মে চারদিনের সরকারি সফরে জাপানের টোকিও পৌঁছান।

আরও পড়ুন

×