ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কলেজশিক্ষক নাদিরার পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

কলেজশিক্ষক নাদিরার পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ২২:৪১ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ২২:৪৩

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)। নারী অধিকারের কথা বলায় হেফাজতের তোপের মুখে তাঁকে বদলি করায় সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মমতাজ আরা বেগম ও সাধারণ সম্পাদক জমিলা সুলতানা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, এটি নারীর স্বাধীন মতপ্রকাশের অন্তরায় এবং শিক্ষকের পেশাগত সুরক্ষা ও স্বাধীনতার ওপর আক্রমণ। তাঁকে অন্যায্যভাবে বারবার বদলি করাও প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে বলে মনে করে এ সংগঠন। সম্প্রতি ‘হিস্যা’ নামের ম্যাগাজিনের এক প্রবন্ধে নারী-পুরুষের সমান হিস্যার কথা লিখেছিলেন নাদিরা ইয়াসমিন। সমানাধিকার দাবি করায় হেফাজতে ইসলামের দাবির মুখে গত ২৬ মে নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়। নরসিংদী জেলায় নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত নাদিরাকে সামাজিকভাবেও হেনস্তা করা হয়। মানবাধিকারকর্মীরা প্রতিবাদ জানালে গত ১ জুন নাদিরা ইয়াসমিনকে টাঙ্গাইলে বদলি করা হয়। এদিকে হেফাজতে ইসলামের নারীবিদ্বেষী বক্তব্যের পরও প্রশাসন নীরব থাকে।

জেএনএনপিএফ মনে করে, এসব ঘটনা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও নাদিরাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্নভাবে হুমকির সম্মুখীনও হচ্ছেন তিনি। 

আরও পড়ুন

×