ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নগদের এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৬৪৫ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নগদের এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ২১:৩৫

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ লিমিটেড থেকে প্রতারণা করে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের এমডি তানভীর আহমেদ মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন। 

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতির মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনা ও রিপোর্টের মাধ্যমে ২০২১ সালের ১ মার্চ থেকে গত ১৭ নভেম্বর পর্যন্ত সময়ে এ অর্থ আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে ফিজিক্যাল মানির স্থিতি চেয়ে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকার বেশি ই-মানি ইস্যু করে ওই টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ড করে আত্মসাৎ করা হয়। 

বাকি আসামিরা হলেন– নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক ও নমিনি পরিচালক সাফায়েত আলম, প্রতিষ্ঠানের এএমডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক, ট্রেজারি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার এবং নমিনি পরিচালক মারুফুল ইসলাম ঝলক, চিফ টেকনোলজি অফিসার আবু রায়হান, হেড অব ফাইন্যান্স আপারেশন রাকিবুল ইসলাম, চিফ ফাইন্যান্স অফিসার আফজাল আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী। 

নওফেলের স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 

বুধবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করা হয়। এজাহারে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৪ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। 

এজাহারে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টনের সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে তাঁর কাছে নোটিশ পাঠানো হলে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি বা তাঁর পক্ষে কেউ তা গ্রহণ করেননি। পরে এ-সংক্রান্ত আদেশসহ মূল সম্পদ বিবরণী তাঁর বাসার সামনে ঝুলিয়ে জারি করা হয়। এভাবে জারির পরও সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল বা সময় বাড়ানোর আবেদনও করেননি। নোটিশ জারির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

আরও পড়ুন

×