ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঈদযাত্রার শেষদিনে ট্রেনেও উপচে পড়া ভিড়

ঈদযাত্রার শেষদিনে ট্রেনেও উপচে পড়া ভিড়

ঈদযাত্রার শেষদিনে ট্রেনের দরজা দিয়ে ঢুকতে না পেরে অনেকে ছাদে উঠে পড়েন। ছবি: ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫ | ১৪:৩২

‘সড়কপথে গাড়ি নড়ে না, তীব্র যানজট। তাই ট্রেনেই টিকিট কেটেছি। তবে ট্রেনেও দাঁড়ানোর জায়গা নেই। রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন দাঁড়াতেই হুড়মুড়িয়ে উঠে পড়লেন যাত্রীরা। দরজা দিয়ে ঢুকতে না পেরে অনেকে উঠে পড়লেন ছাদে। এই অবস্থায় কোনো মতে পরিবার নিয়ে ট্রেনের মধ্যে উঠলেও নিজের আসনে যেতে আধা ঘণ্টা সময় লাগে।’ জানালা দিয়ে এসব কথা বলছিলেন তেঁতুলিয়ার মুরাদ হোসেন। তবে ট্রেনের এই অবস্থা শুধু পঞ্চগড়গামী এই ট্রেনেই নয়, উত্তরের সব ট্রেনই ছাড়ে যাত্রী বোঝায় করে। 

ঈদযাত্রার শেষদিন শুক্রবার এমন চিত্র দেখা যায় কমলাপুরে। যে যেভাবে পারছেন, ট্রেনে উঠে পড়ছেন। আগাম টিকিট না পাওয়া যাত্রীরা ট্রেনের ভেতরে দাঁড়িয়ে ও ছাদে যাচ্ছেন।

সকালে রংপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছেন কুড়িগ্রামের সুমন মিয়া। সমকালকে তিনি বলেন, ‘বাসে গেলে বাড়িতে গিয়ে ঈদ করতে পারব কিনা জানি না। টিভিতে দেখেছি যারা বৃহস্পতিবার যাত্রা শুরু করেছেন তাদের অনেকেই এখনও পৌছায় নাই। তাই টিকিট না থাকলেও স্টেশনে আসছি। স্ট্যান্ড টিকিটও পাই নাই। রংপুর এক্সপ্রেসের কোনোমতে উঠে যাবো।

ছবি: ফোকাস বাংলা

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ছাড়ার সময় সকাল ১০টা হলেও দেড় ঘণ্টা আগেই প্ল্যাটফর্মে আসে ট্রেনটি। দু-একটি বাদে বেশিরভাগ ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে। সব ট্রেন যাত্রীতে পূর্ণ।

একতা এক্সপ্রেসের যাত্রী আশরাফুল আলম বলেন, ‘এই ট্রেন প্রতিদিন লেট করে ছাড়ে। কিন্তু এবার ভালোই মনে হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে।’

অন্যদিকে কক্সবাজারের পথে চলাচল করা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও ৯টার মধ্যেও ট্রেনটি কমলাপুরে দেখা যায়নি। বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এ কারণে ট্রেনটি ছাড়াও সময় দেওয়া হয় সকাল ১০টা ২০ মিনিটে। ট্রেনটির প্রায় আট-নয়শ’ যাত্রী ছিলেন কমলাপুরে অপেক্ষায়।

হুমায়ুন কবির নামে এক যাত্রী বলেন, আমরা ভোর পৌনে ৬টায় এসেছি। এরপর থেকে অপেক্ষায় আছি। বৃহস্পতিবার রাত ১১টায় ওই ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। এখন বাজে ৯টা। আমরা প্রায় ১ হাজার মানুষ অপেক্ষায় আছি। ট্রেন কখন আসবে সেটা বলার মতো কেউ নেই।

রংপুর এক্সপ্রেস ট্রেন সকাল ৯টা ১০মিনিটে ছাড়ার থাকলেও ৯টা ৪০ মিনিট পর্যন্তও সেটি কমলাপুরেই ছিল। কাউনিয়ার যাত্রী মিনহাজুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০টায় বলেন, আমরা ৮টার দিকে স্টেশনে চলে এসেছি। কিন্তু ট্রেন এসেছে দেরিতে। তবে এবার অন্য বছরের মতো খুব বেশি দেরি করছে না।

আরও পড়ুন

×