ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সেনাপ্রধানের কর্মব্যস্ত ঈদের দিন

সেনাপ্রধানের কর্মব্যস্ত ঈদের দিন

ছবি: ফেসবুক থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫ | ১০:২২

কোরবানির ঈদের দিন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও রাজধানীর বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

শনিবার বিকেলে সেনা ভবনে কূটনীতিক, সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ও করেছেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, হাসপাতালে সামরিক রোগীদের ও অভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান। 

পরে তিনি বিভিন্ন সেনা ক্যাম্পে সেনাসদস্যদের ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুন

×