উপদেষ্টা রিজওয়ানা জানালেন
পূর্বাচলে সংরক্ষিত বনাঞ্চলের সীমানা চিহ্নিত করা হবে

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৫ | ২৩:২৯
পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে পূর্বাচলের বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের সীমানা চিহ্নিত করা হবে। মঙ্গলবার ওই সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, এখানে মোটামুটি একটি সতেজ বন রয়েছে। এই বনের সীমানা চিহ্নিতকরণ জরুরি এবং দ্রুতই তা সম্পন্ন করা হবে।
তিনি বলেন, এটি এমন একটি বন হতে পারে, যা ঢাকাবাসীর কাছাকাছি আছে এবং তারা ভ্রমণের জন্য এখানে আসতে পারে। এতদিন ভুল বনায়ন নীতি, নগরায়ণ ও শিল্পায়নের কারণে শালবনটি ধ্বংসের পথে ছিল। রাজউকের পূর্বাচল দ্বিতীয় ফেজের অন্তর্ভুক্ত ছিল বনটি। তবে আমরা আইনি লড়াই করে প্রায় ১৪৪ একরের এই বিশাল বনটি রক্ষা করতে সক্ষম হয়েছি। প্রধানত শালের চারা রোপণের মাধ্যমে প্রাকৃতিকভাবে বনটিকে পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। এই এলাকার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে এখানে শালবন প্রসারের সম্ভাবনা আছে। যেখানেই ফাঁকা জায়গা আছে, সেই জায়গাগুলোতেই শাল গাছের চারা রোপণ করা হবে, যাতে বেদখল রোধ করা যায় এবং শালের কূল থেকে বনটি নিজেই পরিপূর্ণ হয়ে ওঠে।
উপদেষ্টা জানান, পূর্বাচল বনাঞ্চল আগে থেকেই আনুষ্ঠানিকভাবে বন হিসেবে চিহ্নিত ছিল এবং সম্প্রতি এটি বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বনের মধ্যে প্রথাগত বনবাসী ছাড়া অন্য কেউ থাকার সুযোগ নেই। যারা অবৈধ দখলদার, তাদের দ্রুত বনাঞ্চল ছাড়তে হবে।
পরিদর্শনকালে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্ল্যা পাটওয়ারী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, সামাজিক বন বিভাগের ঢাকা অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মুহম্মদ নিশাদ এবং অন্যান্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সৈয়দা রিজওয়ানা হাসান