ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৮৮ রোগী, ২৬১ জনই বরিশালের

একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৮৮ রোগী, ২৬১ জনই বরিশালের

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ১৭:০৬ | আপডেট: ১১ জুন ২০২৫ | ১৮:৫৩

দেশে হঠাৎ লাফ দিয়ে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬১ জনই বরিশালের বাসিন্দা। তবে, এ সময় নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগেই ২৬১ জন, ঢাকা দক্ষিণে ১২, চট্টগ্রাম বিভাগে ১১, ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী ও ঢাকা বিভাগে একজন করে আক্রান্ত আছে।

আরও পড়ুন

×