ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আবারও শুরু চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা

আবারও শুরু চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভিড়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১২:৫১

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা আরও চালু হয়েছে। দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৯টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেওয়া শুরু হয়।

গত ২৮ মে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটে। এর জেরে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান।

৪ জুন হাসপাতালটির জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হয়। বুধবার জরুরি বিভাগ থেকে অন্তত ৮০ জনকে চিকিৎসা দেওয়া হয়। ৫ রোগীরও অস্ত্রোপচার হয় বলে জানান জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক-নার্সরা।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসাসেবার টিকিট দেওয়া হবে। আর চিকিৎসা দেওয়া হবে বেলা ১টা পর্যন্ত। শনিবার থেকে হাসপাতালের সব সেবা চালুর পরিকল্পনা আছে।

আরও পড়ুন

×