হিল উইমেন্স ফেডারেশন ও সংগ্রাম পরিষদ
রাঙামাটিতে হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্রেপ্তারসহ আট দাবি

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২১:৫৩
নারী সমাবেশ থেকে ফেরার পথে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তারসহ আট দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, ১২ জুন রাঙামাটির কাউখালীতে কল্পনা চাকমা অপহরণের ২৯তম বার্ষিকী উপলক্ষে নারী সমাবেশ হয়। সেখান থেকে ফেরার পথে ইউল্যাবের শিক্ষক অলিউর সান, অধিকারকর্মী মারজিয়া প্রভা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূজিয়া হাসিন রাশার ওপর হামলা চালায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী।
তিনি বলেন, হামলাকারী হিসেবে কাউখালী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নাঈম হোসেন হিমেল, কর্মী ফাহিমকে চিহ্নিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
অলিউর সান ও মারজিয়া প্রভা বলেন, ‘হামলার পর পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিচার পাওয়া কঠিন হয়ে পড়েছে। থানায় জিডি করতেও বাধা দেওয়া হয়েছে।’
হিল উইমেন্স ফেডারেশন ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অন্য দাবির মধ্যে অন্যতম হলো– বাসচালকদের ক্ষতিপূরণ, প্রশাসনের জবাবদিহিতা, সেনা তল্লাশি ও হয়রানি বন্ধ, কল্পনা চাকমা অপহরণ মামলার পুনরুজ্জীবিত করা, পার্বত্য চট্টগ্রামে সেনা-সেটলার প্রত্যাহার।