আদালত অবমাননার মামলা
শেখ হাসিনার পক্ষে বক্তব্য শুনতে অ্যামিকাস কিউরি নিয়োগ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ১২:৩৪ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ১২:৪৪
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানি করতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যৈষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিন বেলা ১১টার দিকে ট্রাইব্যুনাল বসার পরই শেখ হাসিনার আদালত অবমামনা মামলার অগ্রগতির কথা জানান প্রসিকিউশন। এসময় ট্রাইব্যুনাল অ্যামিকাস কিউরি নিয়োগ করার বিষয়ে জানতে চান।
প্রসিকিউটর গাজী এম এস তামিম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৪১ ধারা অনুযায়ী ১ বা একাধিক অ্যামিকাস কিউরি নিয়োগ দিতে পারেন ট্রাইব্যুনাল।
পরে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেন। আগামী ২৫ জুন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে শেখ হাসিনার কন্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার এমন মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দু’টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- বিষয় :
- আদালত
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল