তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৪:৪২
‘জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের বিগত সরকারের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে’ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষক।
রোববার সকাল ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানটি হয়। মহাসমাবেশের আয়োজন করে প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) কেন্দ্রীয় কমিটি।
প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যরা বক্তব্য রাখেন।
তাদের তিন দফা দাবি হলো- অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০২০ সালের ১২ আগস্টের টাইম স্কেল সংক্রান্ত চিঠি প্রত্যাহার করা; ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকুরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান; ও বাদ পড়া প্রধান শিক্ষকদের শিক্ষক গেজেট প্রকাশ করা।
- বিষয় :
- শহীদ মিনার
- শিক্ষক