চানখারপুলে শিক্ষার্থী হত্যা মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি ২৯ জুন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৮:১৬ | আপডেট: ২২ জুন ২০২৫ | ১৮:২৩
রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমানসহ চার আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তবে কাদের নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে পরে জানাবেন ট্রাইব্যুনাল।
এদিন এই মামলার অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানির জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ সময় এই মামলার চার আসামি হাজির ছিলেন।
এরা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম।
- বিষয় :
- হত্যা মামলা
- রাজধানী