ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শরীয়তপুরের ডিসির ‘নারী কেলেঙ্কারির’ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

শরীয়তপুরের ডিসির ‘নারী কেলেঙ্কারির’ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

মোহাম্মদ আশরাফ উদ্দিন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৮:২৭ | আপডেট: ২২ জুন ২০২৫ | ১৮:২৯

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে ‘নারী কেলেঙ্কারির’ অভিযোগ ওঠার পর এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শৃঙ্খলা-২ অধিশাখা) ডা. মো. নূরুল হক এবং সদস্য সচিব হবেন মন্ত্রিপরিষদ বিভাগের উপযুক্ত একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে না)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরীয়তপুরের প্রাক্তন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন শৃঙ্খলা পরিপন্থী আচরণের সত্যতা যাচাইয়ের জন্য এই তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটি বর্ণিত বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করবেন।

এর আগে গতকাল শনিবার শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার।

নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কর্মক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছেন শরীয়তপুরের ডিসি। গত শুক্রবার থেকে তিনি শরীয়তপুর জেলায় নেই।

গত বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তাকে নিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। এ নিয়ে তিন দিন ধরে প্রশাসনের কর্মকর্তারা বিচলিত।

আরও পড়ুন

×