ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মনিপুর স্কুলের নতুন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম

মনিপুর স্কুলের নতুন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ০২:৪৫

মনিপুর স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজুল ইসলাম। তিনি স্কুলের এমপিওভুক্ত ও সবচেয়ে সিনিয়র শিক্ষক। বর্তমান অ্যাডহক কমিটি রোববার তাঁকে এই পদে দায়িত্ব দেন।

দায়িত্ব পাওয়ার পরই সোমবার তিনি নতুন পদে যোগ দিয়েছেন। সিরাজুল ইসলাম বলেন, ‌মনিপুর স্কুল একসময় দেশসেরা ছিল। কিন্তু ধীরে ধীরে আমরা সেই ঐতিহ্য হারাতে বসেছি। আমি স্কুলটির হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করব।

এর আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেন আখলাক আহমেদ। আখলাক আহমেদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।

শিক্ষকদের মতে, চাকরির হারানোর আশঙ্কায় তিনি নিজে পদত্যাগ করেছেন। এছাড়া আখলাক আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুটি উচ্চপর্যায়ের তদন্ত চলছে।

আরও পড়ুন

×