আইজিপির সঙ্গে সাক্ষাৎ অস্ট্রেলীয় হাইকমিশনারের
মানব ও অর্থ পাচার রোধে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা

আইজিপি বাহারুল আলম ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ০৬:০৩
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সদরদপ্তরে তারা সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানব পাচার, অর্থ পাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
পুলিশ সদরদপ্তর জানায়, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে তাদের অবহিত করেন আইজিপি। এ সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আইজিপি
- অস্ট্রেলিয়া