ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিএন‌পির আপ‌ত্তির পর এনসিসির পরিবর্তে সাংবিধানিক নি‌য়ো‌গে কমিটি গঠ‌নের প্রস্তাব

বিএন‌পির আপ‌ত্তির পর এনসিসির পরিবর্তে সাংবিধানিক নি‌য়ো‌গে কমিটি গঠ‌নের প্রস্তাব

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৩:০১

সাংবিধা‌নিক প্রতিষ্ঠা‌নের নি‌য়ো‌গে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা খ‌র্বে জাতীয় সাংবিধা‌নিক কাউ‌ন্সিল (এন‌সি‌সি) গঠ‌নের প্রস্তা‌বে প‌রিবর্তন এনেছে জাতীয় ঐকমত‌্য ক‌মিশন। বিএন‌পি এন‌সি‌সি গঠ‌নে একমত না হওয়ায় ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠ‌নের প্রস্তাব ক‌রে‌ছে সং‌বিধান সংস্কার ক‌মিশন। 

বুধবার রাজ‌নৈ‌তিক দলগু‌লোর সংলা‌পে এ প্রস্তাব উত্থাপন করা হ‌বে। 

সংশোধিত প্রস্তাবে ন‌থি‌তে দেখা গে‌ছে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সদস্য হ‌বেন প্রধানমন্ত্রী, নিম্ন ও উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, সরকা‌রি এবং প্রধান বিরোধী দলে বা‌দে সংস‌দে প্রতি‌নি‌ধিত্ব করা অন‌্যান‌্য দল থে‌কে একজন প্রতিনিধি, আইনের মাধ‌্যমে নির্ধা‌রিত যোগ‌্যতা সম্পন্ন রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন কর্মকর্তা। ক‌মি‌টির সভায় সভাপ‌তিত্ব কর‌বেন নিম্নক‌ক্ষের স্পিকার। 

প্রস্তাব অনুযায়ী, নির্বাচন ক‌মিশন, সরকা‌রি কর্ম কমিশন, মহা‌হিসাব নিরীক্ষ‌কের ম‌তো সাংবিধা‌নিক পদ ছাড়াও দুদক, মানবা‌ধিকার ক‌মিশন, প্রস্তা‌বিত স্থানীয় সরকার ক‌মিশ‌নের ম‌তো সং‌বি‌ধিবদ্ধ প্রতিষ্ঠা‌নে কারা নি‌য়োগ পা‌বেন, তা বাছাই কর‌বে ক‌মি‌টি। 

এদিকে বুধবার ১১টার পরে শুরু হওয়া সংলাপে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংশোধিত প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। কমিশনের প্রাথমিক প্রস্তাবে রাষ্ট্রের মূলনীতি হিসেবে 'সাম্য, মানবিক মর্যাদা, সামজিক সুবিচার ও গণতন্ত্র' প্রস্তাব করেছিল। নতুন করে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি মূলনীতিতে যুক্ত করার প্রস্তাব করে কমিশন। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা আলোচনা করবেন।

এর আগে সাংবিধা‌নিক নি‌য়ো‌গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্ন ও উচ্চকক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের ডেপু‌টি স্পিকার, বিরোধী দল মনোনীত উচ্চকক্ষের ডেপুটি স্পিকার এবং প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য দলসমূহের একজন প্রতিনিধিকে নি‌য়ে এন‌সি‌সি গঠ‌নের প্রস্তাব করা হ‌য়ে‌ছিল।

বিএনপি এ প্রস্তাবের বিরোধিতা করেছে। অন্যদিকে জামায়াত রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার প্রস্তাব করে। কয়েকটি দল এনসিসির বিকল্প নাম ও কাঠামো দেওয়ার প্রস্তাব করে। এরই প্রেক্ষিতে সংশোধিত নতুন নামের প্রস্তাব করে কমিশন। 

আরও পড়ুন

×