শেখ হাসিনার পিএ জাহাঙ্গীরের ১ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধের আদেশ

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৫:৫৭ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১৬:১৬
দুর্নীতি দমন কমিশনে (দুদক) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার তদন্ত কাজ চলমান থাকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) মো. জাহাঙ্গীর আলমের ২টি ব্যাংক হিসাব ও ১টি সঞ্চয়পত্রের ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক পিয়াস পাল অবরুদ্ধের আবেদন করেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, মো. জাহাঙ্গীর আলমের (৫৫) নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তার মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে জমা রয়েছে ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকারও বেশি। এসব অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করার অপরাধে মামলা হয়েছে। মামলার তদন্তকালে জাহাঙ্গীর তার মালিকানাধীন অস্থাবর সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন। এ অবস্থায় এসব হিসাব জব্দ না করা হলে, বিচার শেষে অপরাধলব্ধ সম্পত্তি বাজেয়াপ্ত করা দুরূহ হয়ে পড়বে। সবদিক বিবেচনায় নিয়ে আদালত শুনানি শেষে জাহাঙ্গীরের ওই তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।
- বিষয় :
- দুদক
- জব্দ
- শেখ হাসিনা