প্রতিবেদন না দিতে পিডিবি কর্মকর্তাকে হত্যার হুমকি

লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৫:২৯
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরকারি কাজে বাধা ও গুলি করে হত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার রাজধানীর মতিঝিলের ওয়াপদা ভবনের ১০ তলায় পিডিবির ক্রয় পরিদপ্তরে এ ঘটনা ঘটে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কর্মকর্তা।
তিনি জিডিতে আনিস নামে এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, এস কর্মাশিয়াল এন্টারপ্রাইজের বিরুদ্ধে গঠিত কমিটি যাতে প্রতিবেদন না দেয়, সে জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বুধবার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার আনিস নামে এক ব্যক্তি পিডিবির ক্রয় পরিদপ্তরের পরিচালক নান্নু মিয়ার কক্ষে জোরে করে ঢুকে তাঁকে সরকারি কাজে বাধা দেন। এ সময় এস কমার্শিয়াল এন্টারপ্রাইজ নামের কোম্পানির বিপক্ষে পূর্বে গঠিত কমিটির সদস্য হিসেবে প্রতিবেদন না দিতে তাঁকে চাপ দেন। এক পর্যায়ে পিস্তল বের করে পরিচালককে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনিস পরিচালককে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তিনি এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের সাইফুল ইসলামের পক্ষে এসেছেন বলেও উল্লেখ করেন। এ সময় মেসার্স টেকনোটেক কোম্পানির খালেদসহ মাস্ক পরা অপর এক ব্যক্তি পরিচালকের কক্ষের বাইরে অবস্থান করছিলেন।
- বিষয় :
- পিডিবি