ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আবু সাঈদ হত্যা 

প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল তদন্ত সংস্থার, ৩০ জনের সম্পৃক্ততা

প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল তদন্ত সংস্থার, ৩০ জনের সম্পৃক্ততা

আবু সাঈদ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১২:১২

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগ।

গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে।

এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে গুলিতে নিহত হন জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ।

আরও পড়ুন

×