ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার, কে হচ্ছেন বেবিচকের চেয়ারম্যান

মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার, কে হচ্ছেন বেবিচকের চেয়ারম্যান

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বৃহস্পতিবার তথ্য অধিকারবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১৯:০২ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১৯:৩৯

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রায় ১০ মাস পর পদ হতে প্রত্যাহার করে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যাস্ত করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

উল্লেখ্য, গত বছর ৯ আগস্ট এয়ার ভাইস মার্শাল মঞ্জুর ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। তবে হঠাৎ এই প্রত্যাহারের কারণ স্পষ্ট করা হয়নি।  

বেবিচকের কর্মকর্তারা জানান, আজ তিনি কক্সবাজারে তথ্য অধিকারবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এ অবস্থায় মন্ত্রণালয়ের পাঠানো প্রত্যাহার খবরটি ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন

×