এনবিআরের বিজ্ঞপ্তি
কর্মকর্তাদের নামে ভুয়া স্ক্রিনশট দিয়ে গুজব ছাড়ানো হচ্ছে

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১৯:৪৪
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, ডিজি-সিআইসি, কর গোয়েন্দা ইউনিটের কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে ভুয়া মোবাইল স্ক্রিনশট তৈরি করে গুজব ছড়ানো হচ্ছে। আজ বৃহস্পতিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কয়েকদিন ধরেই এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এই আন্দোলনের মধ্যেই এমন তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত গুজব এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে।
এনবিআর জানিয়েছে, সংস্থাটির অনুসন্ধানে জানা গেছে যে, বিদেশে নিবন্ধন করা একটি ফোন নাম্বার এবং একটি এআই সফ্টওয়্যার ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী এ ধরনের মিথ্যা গুজব ছড়ানো মারাত্মক ফৌজদারি অপরাধ। যে বা যারা এ কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে এনবিআর আইনগত ব্যবস্থা নেবে।
এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদেরকে এসব ভুয়া মোবাইল স্ক্রিনশট দ্বারা সৃষ্ট গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।