ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা দুই মাসের মধ্যে তদন্তে পিবিআইকে নির্দেশ

খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলা

শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা দুই মাসের মধ্যে তদন্তে পিবিআইকে নির্দেশ

খুলনা ব্যুরো 

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২০:১৯ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ২০:২৪

দুই বছর আগে বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বৃহস্পতিবার বেলা ১২টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দেয় তার আইনজীবী সৈয়দ শামীম হাসান। আদালত আবেদনটি তদন্তের জন্য পিবিআই খুলনার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাদীর আইনজীবী সৈয়দ শামীম হাসান বলেন, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাবে বিএনপির কর্মসূচি লাঠিচার্জ ও গুলি করে পণ্ড করে দিয়েছিল পুলিশ। এ ঘটনায় বাদী শফিকুল আলম তুহিনসহ ৫০ থেকে ৬০ জন আহত হন এবং ৯ জনকে আটক করা হয়। শেখ হাসিনাকে হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে মামলায়।

মামলার আবেদনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

আদালতের বেঞ্চ সহকারী গনেশ কুমার দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার আবেদনটি তদন্তের জন্য পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। 
 

আরও পড়ুন

×