ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘ধামাকা শপিং’-এর ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক

‘ধামাকা শপিং’-এর ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ক্রোক করা বনানীর বহুতল ভবন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২০:২৩ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ২০:৪১

অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বৃহস্পতিবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এসএমডি জসীম উদ্দিনের নামে রাজধানীর বনানী মডেল টাউনের ১৪ নম্বর প্লটে ৫ কাঠা জমির ওপর নির্মিত একটি বহুতল ভবন (বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা) এবং মাইক্রো ট্রেড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নামে গাজীপুরের কাশিমপুর পূর্ব বাগাবাড়ী এলাকায় ৪১ শতাংশ জমি (বাজারমূল্য ১২ কোটি টাকা) ক্রোক করা হয়েছে।

এতে বলা হয়, গ্রাহকের প্রায় ১১৬ কোটি টাকা আত্মসাৎ এবং টাকা পাচারের অভিযোগে ২০২১ সালের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়। সিআইডির তদন্তে জানা যায়, নিবন্ধন ছাড়াই ধামাকা শপিং অনলাইনে ব্যবসা করছিল। প্রতিষ্ঠানটি স্বল্পমূল্যে পণ্য সরবরাহের প্রলোভনে হাজার হাজার গ্রাহক ও বিক্রেতার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। 

আরও পড়ুন

×