ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফেসবুকে প্রতারণা: গ্রেপ্তার ১১ নাইজেরিয়ান কারাগারে

ফেসবুকে প্রতারণা: গ্রেপ্তার ১১ নাইজেরিয়ান কারাগারে

গ্রেপ্তার ১১ নাইজেরিয়ান ও এক বাংলাদেশি -ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৫:৩০ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০৬:৫৯

ফেসবুকে প্রতারণার মাধ্যমে সারাদেশ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১১ নাইজেরিয়ান ও এক বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম বুধবার এ আদেশ দেন।

বৃহস্পতিবার আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পল্লবী থানার মামলায় বুধবার বিকেলে তাদের ১২ জনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- নন্দিকা ক্লিনেন্ট, ক্লেটাস আসুনা, ওইউকুলভ টিমটি, একিন উইসডোম, চিগোই, ইভুন্ডে গ্যাব্রিল ওবিনা, স্যালেস্টাইন প্যাট্রিক, ডুবুওকন সোমায়ইনা, ইয়েরেম প্রেসিওস, ওক উইসডম, মর্দি ন্যামডি এবং বাংলাদেশি রাহাত আরা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন।

এর আগে মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকা থেকে বাংলাদেশি এক নারীসহ ১২ জনকে গ্রেফতার করে গোযেন্দা পুলিশ। সংস্থাটি বলছে, ফেসবুকে প্রতারণার মাধ্যমে সারাদেশ থেকে গত দুই মাসে পাঁচ/ছয় কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এরপর তাদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করে সিআইডি।

প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করে এ ধরনের প্রতারণা করে আসছে। ১১ নাইজেরিয়ানের বাংলাদেশে অবস্থানের কোনো বৈধ কাগজপত্র নেই। পল্লবী থানায় এ সংক্রান্তও একটি মামলা করেছে সিআইডি।

আরও পড়ুন

×