সিলেটে আল্লাহর দলের দাওয়াহ শাখার প্রধান মানিক গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২০ | ০৬:৫৩
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সিলেট জেলার দাওয়াহ শাখার প্রধান মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারে এ অভিযান চালানো হয়।
এটিইউ সূত্র জানায়, মানিকের বিরুদ্ধে সিলেটের শাহপরান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। চলতি বছরের ৩০ জানুয়ারি করা ওই মামলার এজাহারভুক্ত আসামি সে। তার কাছ থেকে দাওয়াতি কার্যক্রমে ব্যবহৃত দু'টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
- বিষয় :
- এন্টি টেররিজম ইউনিট
- আল্লাহর দল
- জঙ্গি