বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২০ | ০৮:৩৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ | ০৮:৪৯
করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এআইআইবির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে করোনা পরীক্ষা, ট্রেসিং এবং চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা বাড়াতে এই ঋণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে বিশ্বব্যাংকও অর্থায়ন করবে।
এতে আরও বলা হয়, করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে এআইআইবি ঘোষিত এক হাজার ৩০০ কোটি ডলার তহবিলের অংশ হিসেবে এই ঋণ দেওয়া হচ্ছে। এর আগে গত মে মাসে ব্যাংকটি করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিয়েছে।