ইউএনও ওয়াহিদা 'শঙ্কামুক্ত', নাড়াতে পারছেন ডান হাত

ইউএনও ওয়াহিদা খানম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০ | ০২:৪০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ | ০২:৫৫
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান জাহেদ হোসেন শনিবার সকালে জানান, ওয়াহিদার মাথার সেলাই কাটা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।
ডা. জাহেদ বলেন, অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। অবশ হয়ে যাওয়া ডান হাতও তিনি এখন নাড়াতে পারছেন। সলিড খাবান খেতে পারছেন তিনি। তবে কেবিনে নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তাকে ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
গুরুতর আহত অবস্থায় পরদিন প্রথমে তাদের রংপুরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয়। পরে দুপুরে ইউএনও ওয়াহিদা খানমকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টার এনে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন ওয়াহিদার ভাই শেখ ফরিদ। সেখানে আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
ওই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে দিনাজপুরের হাকিমপুর থানাধীন বাংলা হিলি এলাকা থেকে র্যাব আসাদুল নামে একজনকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে র্যাবের অভিযানে নবীরুল ও সান্টু নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- ইউএনও ওয়াহিদা
- ঘোড়াঘাট
- শঙ্কামুক্ত