দুর্নীতির অভিযোগ
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০ | ০৯:২৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ | ১০:৪০
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, সাবেক সচিব ড. আনারুল হক প্রামানিকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অধ্যাপক আবুল কালাম আজাদ ও ড. আনারুল হক প্রামাণিকসহ ১৪ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের বিরুদ্ধে রাজশাহী শিক্ষা বোর্ডের বিভিন্ন স্থাপনা মেরামত, সংস্কার ও নির্মাণের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করেই অবৈধভাবে ১৮ লাখ ৪৪ হাজার ৮৩১ টাকা উত্তোলন করে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
বুধবার এসব অভিযোগে আসামীদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করেছে দুদক।
মামলার অপর আসামীরা হলেন- উপসচিব (ভান্ডার) সেলিনা পারভীন, নিরাপত্তা কর্মকর্তা গোলাম ছরওয়ার, ঠিকাদার শওকত আলী, ঠিকাদার ইসরাফিল হোসেন, উপসচিব নেসার উদ্দিন আহম্মেদ, উপ বিদ্যালয় পরিদর্শক মানিক চন্দ্র সেন, সহকারী প্রোগ্রামার ফরমান আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক, ইমাম আবুল হাশেম মো. রহমতুল্লা, ডাটা এন্টি অপারেটর আজহার আলী, ঠিকাদার রওশন রেজভী আলম, ঠিকাদার রিপন রায় কুশ।
দুদকের রাজশাহীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ সময় ধরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। এখন আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।