জাহালমকে ক্ষতিপূরণ: রায় স্থগিত চেয়ে ব্র্যাক ব্যাংকের আপিল

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০ | ০৮:৩৯
বিনা দোষে কারাভোগ করা জাহালমকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ লাখ টাকা দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।
সোমবার ব্যাংকটির আইনজীবী আনিসুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আপিল বিভাগের চেম্বার আদালতে গত সপ্তাহে আবেদনটি করা হয়েছে। কার্যতালিকায় এলে এর শুনানি হবে।
শনাক্তকরণের ভুলে ঋণ জালিয়াতির মামলায় জাহালমের তিন বছর কারাভোগের ঘটনায় তাকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়ে গত ৩০ সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ের কপি পাওয়ার এক মাসের মধ্যে জাহালমকে ওই ১৫ লাখ টাকা দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই রায়ের বিরুদ্ধে আপিল করল ব্র্যাক ব্যাংক।
দুর্নীতি দমন কমিশনের এক মামলায় জাহালমকে 'আবু সালেক' হিসেবে শনাক্ত করেছিলেন ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তা। এ কারণে ব্র্যাক ব্যাংককে এই ক্ষতিপূরণ দিতে বলা হয়। শনাক্তকরণের ভুলে জাহালমের জেল খাটার তথ্য গণমাধ্যমে প্রকাশ পেলে গত বছর তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।
- বিষয় :
- জাহালম
- কারাভোগ
- ব্র্যাক ব্যাংক