ছয় দফা দাবিতে আন্দোলনে নর্থ সাউথের শিক্ষার্থীরা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০ | ১৩:৪৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ | ১৩:৫৩
করোনাকালে টিউশন ফি কমানোসহ ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ক্যাম্পাসের ১ নম্বর দরজার সামনে অবস্থান নেন তারা। এর পর একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারপাশ প্রদক্ষিণ করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- সব শিক্ষার্থীর ২০ শতাংশ টিউশন ফি ওয়েভার, অর্থনৈতিক সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের শতভাগ ওয়েভার প্রদান, সেমিস্টার ফির সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় না করা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করা।
রোববার টিউশন ফি কমানো ও বাড়তি ফি আদায় বন্ধের দাবিতে সারাদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য এক পর্যায়ে বিকেলে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে অবরুদ্ধ করেন তারা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের আলোচনায় দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় চাওয়া হয়। তবে দাবি বাস্তবায়নে সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভড করেননি।