ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অফিস চলাকালে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিসে বিশেষ নিষেধাজ্ঞা

অফিস চলাকালে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিসে বিশেষ নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০ | ০৯:৩৩

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস নিয়ে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটি। একই সঙ্গে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অনু বিভাগের অতিরিক্ত সচিব ও টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, অফিস চলাকালে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রাইভেট প্রাকটিস কিংবা কর্মরত থাকতে পারবেন না। সরকারি অফিসকালে কোনো কারণে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তা টাস্কফোর্স ও সংশ্নিষ্টদের অবহিত করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকের নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। গত ১৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স গ্রহণ না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় অন্যদের মধ্যে টাস্কফোর্স কমিটির সদস্য সচিব শিব্বির ওসমানী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল শাখা) ডা. ফরিদ হোসেন মিঞা, যুগ্ম সচিব সালমা তানজিয়া, শায়লা ফারজানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×