২৫ পৌরসভায় নির্বাচন
সবখানেই প্রার্থীর ছড়াছড়ি

অমরেশ রায় ও কামরুল হাসান
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ | ১৫:৪৮
পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েছেন বিভিন্ন দলের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। এ ক্ষেত্রে আওয়ামী লীগ থেকেই মনোনয়নপ্রত্যাশী বেশি। ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা শুরু করেছেন জোরেশোরেই। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই। বিভিন্ন পৌরসভায় তাদের মনোনয়নপ্রত্যাশীরাও নানা লবিং-তদবির শুরু করেছেন। নিবন্ধিত অন্য রাজনৈতিক দলগুলো থেকেও প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের কমবেশি তৎপরতা দেখা যাচ্ছে।
আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই কাঠামোর ভোটযজ্ঞ। গত রোববার এই ২৫টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়। এরপর আরও কয়েক ধাপে দেশের মোট দুই শতাধিক পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।
প্রথম ধাপের ২৫ পৌরসভা :প্রথম ধাপে যে ২৫টি পৌরসভায় নির্বাচন হবে সেগুলো হচ্ছে- পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের কুড়িগ্রাম পৌরসভা, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা পৌরসভা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, মানিকগঞ্জের মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ডু পৌরসভা।
২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার এক দিন পর গতকাল সোমবার রাজনীতির মাঠের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। আজ মঙ্গলবার থেকে দুই দলেরই মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হবে। আওয়ামী লীগ আগামী ২৭ নভেম্বর এবং বিএনপি ২৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া শেষে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের মাধ্যমে দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করবে। অন্যান্য দলও প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করবে দু-এক দিনের মধ্যে।
আওয়ামী লীগ বলছে, এবারের পৌরসভা নির্বাচনে ২০১৫ সালের সর্বশেষ পৌর নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা নিয়েই মাঠে নামবে তারা। এ লক্ষ্যে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর সর্বাত্মক ভোটযুদ্ধে নামানো হবে প্রার্থী এবং সারাদেশের তৃণমূল নেতাকর্মীদের। আর প্রচারকাজ শুরু হলে বরাবরের মতো কেন্দ্র থেকে নির্বাচন পরিচালনা কমিটি করা হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে সারাদেশে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিজেদের ক্ষমতাকে সুসংহতও রাখতে চায় আওয়ামী লীগ।
অন্যদিকে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান বিষয়ে 'শঙ্কা' থাকলেও পৌরসভা নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাইছে বিএনপিও। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নির্বাচন নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে যেমন অনীহা রয়েছে, তেমনি ক্ষমতাসীন দল ও ইসির অধীনে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহও রয়েছে তাদের। তবে মনোনয়নপ্রত্যাশীরা তারপরও নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে এবং দলীয় নির্দেশনা পালনের জন্য নির্বাচনে অংশ নিতে চাইছেন।
একযোগে দেশজুড়ে সর্বশেষ পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে সেবার নিরঙ্কুশ বিজয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৩৪টি পৌরসভার মধ্যে (একটি স্থগিত হয়) নৌকা প্রতীকে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের ১৭৯ জন, যার মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপি প্রার্থীরা বিজয়ী হন ২৫টি পৌরসভায়। এ ছাড়া ১৯টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী, একটিতে জাতীয় পার্টি (জাপা) এবং জামায়াতের দু'জনসহ আটটি পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থীরা বিজয়ী হন।
সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি: প্রথম ধাপের ২৫টি পৌরসভা নির্বাচনেই রয়েছে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি। সমকালের অনুসন্ধানে এসব পৌরসভায় ক্ষমতাসীন দল থেকেই ১০২ জন সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম পাওয়া গেছে। এই সংখ্যা বিএনপিতে অর্ধেকেরও কম- ৪৭ জন সম্ভাব্য মেয়র প্রার্থী দলের মনোনয়ন চাইছেন সেটিতে। এ ছাড়া জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ স্বতন্ত্র মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
পুঠিয়া: প্রথম ধাপেই নির্বাচন হচ্ছে রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী পৌরসভায়। পুঠিয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- বর্তমান মেয়র ও পুঠিয়া উপজেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন বাশার এবং পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু।
এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আসাদুল হক আসাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া এবং সদস্য আবুল হোসেন।
কাটাখালী: কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- বর্তমান মেয়র ও কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলী, সদস্য মতলেব আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শরীফুল ইসলাম শরীফ এবং পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু শ্যামা।
এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও কাটাখালী পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা। এ ছাড়া নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী থেকে দলের মতিহার থানা আমির ও সাবেক মেয়র মাজেদুর রহমান স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
উজিরপুর ও বাকেরগঞ্জ: বরিশালের উজিরপুর পৌরসভায় আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়ত উদ্দিন এবং সাবেক সহসভাপতি অশোক কুমার হাওলাদারসহ পাঁচ-ছয়জন। উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান এবারও প্রার্থী হবেন বলে গুঞ্জন রয়েছে।
বাকেরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাসির মাঝি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন। এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার এবং সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা।
ধামরাই: ঢাকার ধামরাই পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রাথীরা হচ্ছেন- ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু এবং ধর্মবিষয়ক সম্পাদক ও বর্তমান পৌর কাউন্সিলর সাহেব আলী। এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মন্জু, ঢাকা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ তালুকদার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান।
চুয়াডাঙ্গা: জেলার চুয়াডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- বর্তমান মেয়র ও চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু। এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু এবং বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম মনি।
মানিকগঞ্জ: জেলার মানিকগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সহসভাপতি ও সাবেক মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র সুদেব সাহা এবং সদস্য ও পৌর কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হচ্ছেন- দলের নেতা নাসির উদ্দিন আহমেদ যাদু, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মেজবাউল হক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যোবায়দা ইসলাম শিমকী এবং অ্যাডভোকেট আজাদ হোসেন খান।
বদরগঞ্জ: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল, বর্তমান মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন এবং বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক। বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায়।
খোকসা: কুষ্টিয়ার খোকসা পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র তারিকুল ইসলাম তারিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত। বিএনপির একমাত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে পৌর বিএপির সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ রাজু খানের নাম শোনা যাচ্ছে।
বেতাগী: বরগুনার বেতাগী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র এবিএম গোলাম কবির, যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মহসীন, সাবেক কৃষক লীগ সভাপতি আব্দুস সোবাহান ও জেলা পরিষদ সদস্য নাহিদ মাহমুদ হাসান লিটু। বিএনপি সম্ভাব্য প্রার্থী পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক। এ ছাড়াও মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির নাসির উদ্দিন পিজুস।
ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে যুবলীগ নেতা খাজা মঈন উদ্দীনকে। উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভায় তাকে মনোয়ন দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান মেয়র ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পদ ও খনি-বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুরতুজা সরকার মানিক। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন ফুলবাড়ী পৌর শাখা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি সাহাদত হোসেন শাহাজুল ইসলাম। এ ছাড়া এবার নতুন মুখ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ফুলবাড়ী লাভলী ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মাহমুদ আলম লিটন।
শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- টানা তিনবারের মেয়র আনিছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন অর রশিদ ফরিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ম ল বুলবুল, আওয়ামী লীগ নেতা মাসুদ আলম ভাংগী, শাখাওয়াত হোসেন খান এবং আহসান উল্লাহ। বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদের নাম ঘোষণা করা হয়েছে।
গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন বর্তমান পৌর মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইকবাল হোসেন সুমন। বিএনপির একক প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুনের নাম আলোচনায় রয়েছে।
শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মাঠে রয়েছেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান পৌর মেয়র ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার এবং পৌর আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এমএফ আহমেদ অলি। এ ছাড়া ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৎপর রয়েছেন।
চালনা: খুলনার চালনা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনদ কুমার বিশ্বাস এবং বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের খানের নাম আলোচনায় রয়েছে।
কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- বর্তমান মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী, সহসভাপতি গাজী মো. ইউসুফ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো।
বিএনপিতে রয়েছেন একক প্রার্থী আব্দুল আজিজ মুসল্লী। ইসলামী আন্দোলনের একক প্রার্থী হিসেবে হাজি নূরুল ইসলাম হাওলাদারের নামও শোনা যাচ্ছে। এ ছাড়া জাতীয় পার্টি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ার হোসেন হাওলাদার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানিয়েছেন।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- বর্তমান মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কাজিউল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান মমিন।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব এবং কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুর রহিম শামীম।
মদন: নেত্রকোনার মদন পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আব্দুল মান্নান তালুকদার শামীম, পৌর আওয়ামী লীগ সভাপতি সুরজিৎ বৈশ্য চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিমান বৈশ্য।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন- দলের নেতা মাশফিকুর রহমান বাচ্চু এবং পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক। স্বতন্ত্র প্রার্থী হাফেজ আব্দুর রউফ ও সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিকও গণসংযোগ শুরু করেছেন।
বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হচ্ছেন- বর্তমান মেয়র ও বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কাতারের জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন, ব্যবসায়ী হাজি আব্দুন নূর এবং পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জেহিন সিদ্দিকী। বিএনপি থেকে সাবেক মেয়র ও বড়লেখা উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক প্রভাষক ফখরুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যবসায়ী সাইদুল ইসলামের নাম আলোচনায় রয়েছে।
চাটমোহর: পাবনার চাটমোহর পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল, জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাচিপ পাবনা জেলা সভাপতি ডা. গোলজার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, পাবনা জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন এবং অ্যাডিশনাল জিপি অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী।
পঞ্চগড়: পঞ্চগড় পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পলল্গব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান রেজা এবং জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ। এখানে বিএনপি থেকে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম আবারও প্রার্থী হবেন।
পীরগঞ্জ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কশিরুল আলম এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকরামুল হক।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- উপজেলা বিএনপির সহসভাপতি একেএম মঈনুল হোসেন সোহাগ, সাবেক পৌর কমিশনার জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক। জাতীয় পার্টির (এরশাদ) সম্ভাব্য প্রার্থী হচ্ছেন পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ও জাবরহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তৈয়ব আলী।
সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র বদিউল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, সাবেক সভাপতি সিরাজ উদ দৌলা ছুট্টু, বর্তমান পৌর কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদীয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, প্রকৌশলী মো. জাহাঙ্গীর এবং ব্যবসায়ী আবুল কাশেম ওয়াহেদী।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- পৌর বিএনপির সভাপতি ইউসুফ নিজামী, পৌর বিএনপি নেতা আলমগীর ইমরান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল মুনসুর এবং সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিন। এ ছাড়া নাগরিক কমিটির প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম।
দিরাই: সুনামগঞ্জের দিরাই পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মোশারফ মিয়া, যুবলীগ নেতা বিশ্বজিত রায় এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদউল্লাহ।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন- পৌর বিএনপির সভাপতি আহমদ মিয়া, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম ও সাবেক পৌর ছাত্রদল নেতা ইকবাল চৌধুরী।
শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মনির আক্তার খান তরু লোদী, সাবেক মেয়র নজরুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক ভিপি আব্দুর রহিম, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল।
বিএনপির সম্ভ্যাব্য প্রার্থীরা হচ্ছেন- পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, এমদাদুল হক নওশাদ ও পৌর যুবদল আহ্বায়ক মাহমুদুল হাসান সজল।
- বিষয় :
- বিএনপি
- আওয়ামী লীগ
- পৌরসভা
- পৌরসভায় নির্বাচন
- নির্বাচন