পাপুলের স্ত্রী ও মেয়ের সম্পদের হিসাব চায় দুদক

এমপি কাজী সেলিনা ইসলাম- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ১০:২৪
লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি কাজী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদক পরিচালক আকতার হোসেন আজাদের স্বাক্ষর করা নোটিশ দুটি তাদের ঠিকানায় পাঠানো হয়েছে।
নোটিশে তাদের নিজের ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের উৎস্য সম্পর্কে জানাতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হিসাব বিবরণী জমা দিতে বলা হয়।
অর্থ পাচারের অভিযোগে এমপি পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকা জেসমিন
প্রধানের বিরুদ্ধে গত ১১ নভেম্বর মামলা করেছে দুদক। এতে তাদের বিরুদ্ধে ১৪৮
কোটি টাকা পাচার করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এবার অবৈধ সম্পদ অর্জনের
অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।
- বিষয় :
- এমপি পাপলু
- এমপি কাজী সেলিনা ইসলাম