বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ছাত্রলীগ

সংগৃহীত ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০ | ১১:৫৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে যে কোনো ধরনের ধৃষ্টতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উগ্র সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রলীগ নেতারা।
বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা যদি মাঠে নামি, তাহলে আপনারা পালিয়ে যাওয়ারও সুযোগ পাবেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আবার যদি কেউ ধৃষ্টতা দেখায়, তাহলে দাঁতভাঙা জবাব দেব। পাঁচ মিনিটে দেশ অচল করে দেওয়ার ক্ষমতা আছে ছাত্রলীগের।
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবি তোলা ব্যক্তিদের উদ্দেশে আল নাহিয়ান খান জয় বলেন, সাহস থাকলে ছাত্রলীগকে মোকাবিলা করুন। বঙ্গবন্ধু এ দেশে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই ধারাবাহিকতায় অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাচ্ছেন।
ভাস্কর্য অপসারণের দাবি তোলা মামুনুল হকের বিষয়ে তিনি বলেন, এই ব্যক্তি জঙ্গিবাদ সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এখনই এ ধরনের ব্যক্তিদের লাগাম টানতে হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, যারা সাম্প্রদায়িকতার বীজ এই দেশে ছড়িয়ে দিতে চায়, তারা দেশদ্রোহী বলে বিবেচিত হবে। যারা ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মানুষের মগজ ধোলাই করে, তাদের দাঁতভাঙা জবাব দিতে সোচ্চার আন্দোলন গড়ে তুলবে ছাত্রলীগ।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, সমাজকে রক্ষণশীলতার চাদরে আবদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছে। একাত্তরে যাদের আমরা পরাজিত করেছি, আজ তাদের আস্ম্ফালন দেশের প্রত্যন্ত অঞ্চলে দেখতে পাচ্ছি।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার, মাজহারুল ইসলাম শামীম, সৈয়দ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, নাজিম উদ্দিন, সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার, উপ-সাংস্কৃতিক সম্পাদক তিলোত্তমা শিকদার, ফরিদা পারভীন প্রমুখ।